বার্তা জগৎ২৪ ডেস্কঃ
অনেকে ঠোঁটের কালো দাগ নিয়ে হীনমন্যতায় ভুগতে থাকেন। তাই প্রতিদিন ব্রাশ করার সময় ঠোঁটেও একটু টুথপেষ্ট লাগিয়ে ব্রাশ দিয়ে ঘষুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে হালকা লিপবাম অথবা গ্লিসারিন মাখুন ঠোঁটে।
রোদে বের হওয়ার আগে ঠোঁটে এসপিএফ যুক্ত লিপ বাম লাগান। ত্বকে যেমন সানস্ক্রিন লাগানো প্রয়োজন, তেমনই ঠোঁটকেও বাঁচান।
ধূমপানের অভ্যাস যত দ্রুত সম্ভব ত্যাগ করুন।
লেবুর রস ও মধুর মিশ্রণ ঠোঁটে লাগান। বেশ কিছু ক্ষণ লাগিয়ে ধুয়ে ফেলুন।
বরফের টুকরায় কয়েক ফোঁটা আমন্ড অয়েল লাগিয়ে ঠোঁটে ঘষে নিন। এতে ঠোঁটের রক্ত চলাচল স্বাভাবিক হবে এবং ঠোঁটের উজ্জ্বলতা ফিরে আসবে।
চিনির সঙ্গে লেবু আর মধু মিশিয়েও লাগাতে পারেন ঠোঁটে। এটা স্ক্রাবারের কাজ করে।
প্রত্যেকের বাড়িতেই আলু থাকে। তাই আলুর রসও লাগাতে পারেন ঠোঁটে।
বার্তা জগৎ২৪/ এম এ