"শেষ"
মোহনা জাহ্নবী
মাসের অর্ধেক যেতে না যেতেই
বেতনের সব টাকা ফুরিয়ে যায়,
তারপর বাকি দিনগুলো কাটে তুমুল টানাপোড়েনে,
ঘরে চাল বাড়ন্ত হয়,
তেল নুন ফুরিয়ে যায়,
গ্যাসের সিলিন্ডার জানান দেয় তার আয়ু নেই আর,
সবকিছুই ফুরিয়ে যায় একসময়,
কিন্তু তোমার প্রতি আমার অপেক্ষা ফুরোয় না।
দেশে বন্যা আসে,
তুমুল ক্ষয়ক্ষতি হয়,
একসময় বন্যা চলেও যায়,
কিন্তু বানভাসি মানুষের মতো আমি ঠাঁয় দাঁড়িয়ে
ফাইল ফটো
"শেষ"
মোহনা জাহ্নবী
মাসের অর্ধেক যেতে না যেতেই
বেতনের সব টাকা ফুরিয়ে যায়,
তারপর বাকি দিনগুলো কাটে তুমুল টানাপোড়েনে,
ঘরে চাল বাড়ন্ত হয়,
তেল নুন ফুরিয়ে যায়,
গ্যাসের সিলিন্ডার জানান দেয় তার আয়ু নেই আর,
সবকিছুই ফুরিয়ে যায় একসময়,
কিন্তু তোমার প্রতি আমার অপেক্ষা ফুরোয় না।
দেশে বন্যা আসে,
তুমুল ক্ষয়ক্ষতি হয়,
একসময় বন্যা চলেও যায়,
কিন্তু বানভাসি মানুষের মতো আমি ঠাঁয় দাঁড়িয়ে থাকি
তোমার বুকের স্থলভূমিতে একটু আশ্রয় পাবার আশায়,
দিনের পর দিন চলে যায়,
প্রকৃতিতে ঋতুবদল হয়,
তোমাকে ছেড়ে তবু চলে যাওয়া হয় না আমার।
প্রেমিকার চোখের কাজল ফুরিয়ে যায়,
অসুস্থ মায়ের ঔষধ শেষ হয়ে যায়,
বসন্ত কাঁপানো বইমেলা চত্বরে পর্দা নেমে যায়,
কিন্তু, তোমার প্রতি আমার ভালোবাসা শেষ হয় না,
মেয়াদোত্তীর্ণ যতসব সস্তা আবেগ নিয়ে
আমি ভালোবেসে যাই বছরের পর বছর।
তুমি বারবার আমাকে পায়ে মাড়িয়ে চলে যাও,
তবু তোমাকে ভালো না বেসে থাকতে পারবো না জেনে,
তোমার জন্য অপেক্ষা কখনো শেষ হবে না বলে
তোমার দক্ষিণের বারান্দায় ঝুলে থাকে
আধখাওয়া আপেলের মতো ক্ষয়ে যাওয়া
আমার আধপোড়া আধখানা জীবন।
বার্তাজগৎ২৪ / এম এ