ভুরুঙ্গামারীতে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মোটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছে। ৫ জানুয়ারী (মঙ্গলবার) দুপুরে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের সোনাহাট বাজারে এই দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের আসাম পাড়া গ্রামের মৃত গাদু সেখ এর স্ত্রী সুন্দরী বেওয়া (৬৫) সোনাহাট বাজারে নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা শেষে বাড়ী ফেরার পথে পাকা রাস্তা পাড় হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি
মনিরুজ্জামান, ভূরুঙ্গামারী:
প্রকাশিত: মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০২১, ১০:৪০
ফাইল ফটো
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মোটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছে। ৫ জানুয়ারী (মঙ্গলবার) দুপুরে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের সোনাহাট বাজারে এই দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের আসাম পাড়া গ্রামের মৃত গাদু সেখ এর স্ত্রী সুন্দরী বেওয়া (৬৫) সোনাহাট বাজারে নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা শেষে বাড়ী ফেরার পথে পাকা রাস্তা পাড় হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের ধাক্কায় রাস্তায় রক্তাক্ত জখম হয়ে লুটিয়ে পড়ে। এ সময় তার বাম পা ভেঙ্গে যায় এবং মাথায় আঘাত প্রাপ্ত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। রংপুর মেডিকেলে নেয়ার পথে মঙ্গলবার সন্ধ্যায় সুন্দরী বেওয়া মারা যায়। এলাকাবাসীরা মোটর সাইকেল ও চালককে আটক করেছে।
বঙ্গ সোনাহাট ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী মোল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তাজগৎ২৪ / এম এ
আরো পড়ুন:
কুড়িগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
হঠাৎ চট্টগ্রাম নগরীর ৫ থানার ওসি পদে রদবদল
৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ
ঘণ কুয়াশায় ফেরি চলাচল বন্ধ, আটকে আছে ৬টি ফেরি
কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১
মোটরসাইকেলের কাগজ দেখতে চাওয়ায় সার্জেন্টকে পিটিয়েছে যুবক
বার্তা জগৎ ডেস্ক
প্রকাশিত:
মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১, ০৫:২৯
আহত পুলিশ সদস্য
মোটরসাইকেলের কাগজ দেখতে চাওয়ায় পুলিশের এক সার্জেন্টকে পিটিয়ে জখম করেছে এক যুবক। মঙ্গলবার দুপুর একটার দিকে রাজশাহী নগরীর ঐতিহ্য চত্বরে এ মারধরের ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য বিপুল ভট্টাচার্য বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশের দেয়া তথ্যমতে, রাস্তায় চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজ পরীক্ষা করছিলেন সার্জেন্ট বিপুল। এসময় এক যুবককে মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র দেখতে চান তিনি।
কাগজ দেখা নিয়ে যুবকের সাথে কথা কাটাকাটি হয় এ পুলিশ সদস্যের। কথা কাটাকাটির একপর্যায়ে ঐ যুবক চড়াও হয়। কাঠের ভাঙা অংশ দিয়ে আঘাত করে বিপুলের শরীরে। এতে ঐ পুলিশ সদস্যের হাত ভেঙে যায় ।
শরীরের বেশ কয়েক জায়গায় জখম হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে। মোটরসাইকেল জব্দের পাশাপাশি যুবককে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
আরো পড়ুন:
ঢাকায় যে পরিমাণ টাকা আছে সারাদেশে তা নেই
শিল্প খাতের ৪৮ ব্যবসায়ী হচ্ছেন সিআইপি
চট্টগ্রামে করোনার টিকা মিলবে ফেব্রুয়ারির মাঝামাঝি
ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে বশেমুরবিপ্রবি'র লোকপ্রশাসন বিভাগের সভাপতিকে
ঝামেলাহীন বাসা বদল । বার্তাজগৎ২৪
জন্মনিবন্ধন করতে গিয়ে ইউনিয়ন পরিষদে ধর্ষণের শিকার
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত:
মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১, ০৯:৩৯
ফাইল ফটো
জন্মনিবন্ধন করাতে গিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালায়ে ধর্ষণের শিকার হয়েছেন এক পোশাক শ্রমিক। জামালপুরের বকশীগঞ্জে নিলক্ষিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। ধর্ষক নাজমুল হক বাবুকে (২২) আটক করেছে পুলিশ।
সোমবার রাতে ধর্ষণের অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে নিজবাড়ি থেকে ধর্ষক বাবুকে আটক করে পুলিশ। ধর্ষণে সহায়তাকারীকেও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের পশ্চিম নিলক্ষিয়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে আটককৃত নাজমুল হক বাবু।
মামলার তদন্ত কর্মকর্তা বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু শরিফ বলেন, ধর্ষক নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা। আর ধর্ষণের শিকার পোশাক শ্রমিক করোনায় চাকরি হারান। নতুন করে ঢাকায় অন্য আরেকটি পোশাক কারখানায় চাকরির চেষ্টা করলে তার জন্মনিবন্ধনের প্রয়োজন হয়।
পুলিশ আরো জানান, এর জন্য ঐ পোশাক কর্মী নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের নাজমুল হক বাবুর সাথে যোগাযোগ করেন। চলতি মাসের ১৪ তারিখ জন্মনিবন্ধন করে দেওয়ার কথা বলে ওই কিশোরীকে নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদে ধর্ষকের নিজ কক্ষে আসতে বলেন। পরে জন্মনিবন্ধন করার আশ্বাস দিয়ে ধর্ষণ করেন।
আটক করার স্বার্থে তাকে ধর্ষণে সহায়তা করা ব্যক্তির নাম জানায়নি পুলিশ।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে অভিযান চালিয়ে ধর্ষককে আটক করেছি। এ ঘটনায় থানায় দুই জনের নামে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হচ্ছে। ধর্ষণে সহয়তার জন্য অপরজনকেও আটকের চেষ্টা চলছে।
×
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত