ময়মনসিংহের ত্রিশালে মেয়রে নয়, ভোট হবে কাউন্সিলর পদে
ময়মনসিংহের ত্রিশালে ৩০ জানুয়ারি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। তবে কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র পদের এক প্রার্থীর মৃত্যু হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) ত্রিশাল পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
শফিকুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যায় মেয়র পদে স্বতন্ত্র
বার্তাজগৎ২৪ ডেস্ক:
প্রকাশিত: মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০২১, ০৫:০৭
ফাইল ফটো
ময়মনসিংহের ত্রিশালে ৩০ জানুয়ারি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। তবে কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র পদের এক প্রার্থীর মৃত্যু হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) ত্রিশাল পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
শফিকুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী এম এস আলম বাবলু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পেশায় তিনি ব্যবসায়ী ছিলেন।
এর আগে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছিল নির্বাচন কার্যালয়। বাবলুর মৃত্যুর পরিপ্রেক্ষিতে সোমবার নির্বাচন বিধিমালা ২০১০-এর ২০ বিধি অনুসারে বিজ্ঞপ্তি প্রকাশ করে মেয়র পদের নির্বাচন স্থগিত করা হয়। তবে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বার্তাজগৎ২৪ / এম এ
আরো পড়ুন:
কুড়িগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
জন্মনিবন্ধন করতে গিয়ে ইউনিয়ন পরিষদে ধর্ষণের শিকার
হঠাৎ চট্টগ্রাম নগরীর ৫ থানার ওসি পদে রদবদল
৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ
ঘণ কুয়াশায় ফেরি চলাচল বন্ধ, আটকে আছে ৬টি ফেরি
মোটরসাইকেলের কাগজ দেখতে চাওয়ায় সার্জেন্টকে পিটিয়েছে যুবক
বার্তা জগৎ ডেস্ক
প্রকাশিত:
মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১, ০৫:২৯
আহত পুলিশ সদস্য
মোটরসাইকেলের কাগজ দেখতে চাওয়ায় পুলিশের এক সার্জেন্টকে পিটিয়ে জখম করেছে এক যুবক। মঙ্গলবার দুপুর একটার দিকে রাজশাহী নগরীর ঐতিহ্য চত্বরে এ মারধরের ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য বিপুল ভট্টাচার্য বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশের দেয়া তথ্যমতে, রাস্তায় চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজ পরীক্ষা করছিলেন সার্জেন্ট বিপুল। এসময় এক যুবককে মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র দেখতে চান তিনি।
কাগজ দেখা নিয়ে যুবকের সাথে কথা কাটাকাটি হয় এ পুলিশ সদস্যের। কথা কাটাকাটির একপর্যায়ে ঐ যুবক চড়াও হয়। কাঠের ভাঙা অংশ দিয়ে আঘাত করে বিপুলের শরীরে। এতে ঐ পুলিশ সদস্যের হাত ভেঙে যায় ।
শরীরের বেশ কয়েক জায়গায় জখম হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে। মোটরসাইকেল জব্দের পাশাপাশি যুবককে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
আরো পড়ুন:
ঢাকায় যে পরিমাণ টাকা আছে সারাদেশে তা নেই
শিল্প খাতের ৪৮ ব্যবসায়ী হচ্ছেন সিআইপি
চট্টগ্রামে করোনার টিকা মিলবে ফেব্রুয়ারির মাঝামাঝি
ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে বশেমুরবিপ্রবি'র লোকপ্রশাসন বিভাগের সভাপতিকে
ঝামেলাহীন বাসা বদল । বার্তাজগৎ২৪
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর স্ত্রী'র মৃত্যু
নিজস্ব প্রতিবেদন:
প্রকাশিত:
রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১, ১১:৩৩
পরিবারের মাঝে ফাইল ফটো
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের স্ত্রী বুলা আহমেদ (ইন্না লিল্লাহি ... রাজিউন) আর নেই। বার্ধক্যজনিত কারণে আজ রবিবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বিবেকানন্দ রায় বিষয়টি গণমাধ্যমকে জানান। বুলা আহমেদ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। বুলা আহমেদ নারী আন্দোলনের অগ্রবর্তী সদস্য হিসেবে কাজ করেে গেছেন।
×
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত