বাংলাদেশে প্রথম মাসেই করোনার টিকা পাবেন ৫০ লাখ মানুষ
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার নতুন তথ্য অনুযায়ী, করোনাভাইরাস (কোভিড-১৯) ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদানের দুই মাস পরে দ্বিতীয় ডোজ দেওয়া যাবে। সেজন্য প্রথম চালানে পাওয়া টিকা প্রথম মাসেই একসঙ্গে ৫০ লাখ মানুষকে দেওয়া হবে। টিকাগুলো আগামী ২১ থেকে ২৫ তারিখের মধ্যেই বাংলাদেশে পৌঁছবে - এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।
আজকে সোমবার (১১
সহকারী সম্পাদক
সাইফুল ইসলাম
প্রকাশিত: সোমবার, ১১ জানুয়ারী, ২০২১, ০৮:০৯
কোভিড-১৯ ভ্যাকসিন
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার নতুন তথ্য অনুযায়ী, করোনাভাইরাস (কোভিড-১৯) ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদানের দুই মাস পরে দ্বিতীয় ডোজ দেওয়া যাবে। সেজন্য প্রথম চালানে পাওয়া টিকা প্রথম মাসেই একসঙ্গে ৫০ লাখ মানুষকে দেওয়া হবে। টিকাগুলো আগামী ২১ থেকে ২৫ তারিখের মধ্যেই বাংলাদেশে পৌঁছবে - এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।
আজকে সোমবার (১১ ই জানুয়ারি) বিকেল চারটায় ঢাকা-মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "কিছুদিন পূর্বেই আমাদেরকে জানানো হয়েছিল যে প্রথম ডোজ দেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ দিতে হবে এবং সে অনুযায়ী প্রথমে ২৫ লাখ মানুষকে টিকা প্রদান করার পরিকল্পনা ছিল। কিন্তু পরবর্তীতে গতকালকে (১০ জানুয়ারি) নতুন নিয়ম জানার পর আমরা আমাদের পরিকল্পনায় পরিবর্তন এনেছি। সেটি অনুযায়ী প্রথম মাসেই প্রাপ্ত ৫০ লাখ টিকাগুলো দিয়ে দেওয়া হবে এবং দুই মাসের মধ্যে আরও টিকা চলে আসবে।"
এছাড়াও সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ও অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
বার্তাজগৎ২৪ / এম এ
আরো পড়ুন:
২৬ জানুয়ারির মধ্যে দেশে আসছে সেরামের ভ্যাকসিন
গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ২৩, শনাক্ত ৫৬৯ এবং সুস্থ ৬৮১
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু ২১, শনাক্ত ৫৭৮, সুস্থ ৬৩৩
গত ২৪ ঘন্টায় (১৫ জানু.) করোনাভাইরাসে মৃত্যু ১৩, শনাক্ত ৭৬২ এবং সুস্থ ৭১৮
গত ২৪ ঘন্টায় (১৪ জানু.) করোনাভাইরাসে মৃত্যু ১৬, শনাক্ত ৮১৩ এবং সুস্থ ৮৮৩
ফ্লাইট শিডিউল না জানায় কাল আসছে না ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ডেস্ক
প্রকাশিত:
মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১, ০২:৫৬
ফাইল ফটো
ফ্লাইট শিডিউল জানা না থাকায় আগামীকাল (২০ জানুয়ারি) ভারত থেকে ভ্যাকসিন আসছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
ভারত সরকার থেকে উপহার দেয়া ২০ লক্ষ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার করোনা ভ্যাকসিন আগামীকাল একটি বিশেষ বিমানে নিয়ে আসার কথা ছিলো। কিন্তু ফ্লাইট শিডিউল জানা না থাকায় তা আগামীকাল আসছে না। তবে কবে পৌঁছাবে তা স্পষ্ট করে বলতে পারছেন না স্বাস্থ্যমন্ত্রী।
এর আগে ভারতীয় হাইকমিশনের এক চিঠিতে জানানো হয়, ভ্যাকসিন গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রস্তুতি শেষ হয়নি। তাই পূর্বনির্ধারিত তারিখের একদিন পর ভ্যাকসিন পাঠানো হবে।
আরো পড়ুন:
শরীরের কোথাও কেটে গেলে দ্রুত যা করবেন
গত ২৪ ঘন্টায় (১৪ জানু.) করোনাভাইরাসে মৃত্যু ১৬, শনাক্ত ৮১৩ এবং সুস্থ ৮৮৩
গত ২৪ ঘন্টায় (১৫ জানু.) করোনাভাইরাসে মৃত্যু ১৩, শনাক্ত ৭৬২ এবং সুস্থ ৭১৮
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু ২১, শনাক্ত ৫৭৮, সুস্থ ৬৩৩
গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ২৩, শনাক্ত ৫৬৯ এবং সুস্থ ৬৮১
করোনার ভ্যাকসিন বঙ্গভ্যাক্সের পরীক্ষামূলক প্রয়োগের জন্য আবেদন
বার্তাজগৎ২৪ ডেস্ক:
প্রকাশিত:
রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১, ০৬:২৭
ফাইল ফটো
গ্লোব বায়োটেক লি. করোনাভাইরাস ভ্যাকসিন বঙ্গভ্যাক্সের পরীক্ষামূলক ট্রায়ালের জন্য আবেদন করেছে। আজ রবিবার মহাখালীর বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে (বিএমআরসি) আবেদনটি করা হয়।
গ্লোব ফার্মাসিউটিক্যালস লি.-এর চেয়ারম্যান মো. হারুনুর রশিদসহ কর্মকর্তারা সকাল সাড়ে ১১ টায় বিএমআরসিতে করোনাভাইরাস ভ্যাকসিন বঙ্গভ্যাক্সের পরীক্ষামূলক ট্রায়ালের জন্য প্রায় ১০ হাজার পৃষ্ঠার আবেদনটি জমা দেন।
গত বছরের ২৮ ডিসেম্বর সরকার গ্লোব বায়োটেককে পরীক্ষামূলকভাবে করোনাভাইরাস ভ্যাকসিন তৈরির অনুমতি দিয়েছিল।
করোনাভাইরাস মহামারীর মাঝে বিশ্বের শতাধিক সংস্থা ভ্যাকসিন উদ্ভাবনের চেষ্টা করলেও, এক্ষেত্রে গ্লোব বায়োটেক একমাত্র বাংলাদেশী সংস্থা যারা করোনাভাইরাস প্রতিরোধে কাজ করছে।
উল্লেখ্য, প্রথমদিকে ভ্যাকসিনটির নাম ছিল 'ব্যানকোভিড', পরে ডিসেম্বর মাসে এটি পরিবর্তন করে 'বঙ্গভ্যাক্স' নামকরণ করা হয়।
×
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত